Need Help?
Frequently Asked Questions
এই সফটওয়্যারটি দিয়ে আমি প্রতিদিন কতগুলো এসএমএস পাঠাতে পারবো?
এই সফটওয়্যারটি দিয়ে আপনি প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার SMS পাঠাতে পারবেন।
আমার তো ইন্টারনেট কানেকশন নেই তাহলে আমি কিভাবে এই সফটওয়্যার ব্যবহার করে এসএমএস পাঠাবো?
মেসেজ পাঠানোর জন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। কেবলমাত্র আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থাকলেই চলবে।
এটা দিয়ে কি বাংলা এসএমএস পাঠানো যায়?
হ্যাঁ, বাংলা এসএমএস পাঠাতে পারবেন। এটা ইউনিকোড সাপোর্ট করে।
আমি আমার সেভ করা নম্বর গুলো লিখবো কিভাবে যাদেরকে আমি এসএমএস পাঠাতে চাই?
আপনি আপনার সেভ করা নম্বর গুলো একটি এক্সেল ফাইল লিখবেন সেইসাথে একটি এসএমএস বডিও লিখবেন।এক্সেল বা সিএসবি ফাইলের মাধ্যমে সফটওয়্যারটি কম্পিউটার থেকে অটো মেসেজ পাঠিয়ে থাকে।
আমি কি এই সফটওয়্যার দিয়ে বিদেশে এসএমএস পাঠাতে পারবো?
না, এসএমএস কেবল দেশি মোবাইল অপারেটরে পাঠাতে পারবেন।
এই সফটওয়্যার দিয়ে কি মাস্কিং এসএমএস যাবে?
মাস্কিং এসএমএস যাবে না। নন মাস্কিং এসএমএস, মানে নম্বর শো করবে, নাম বা ব্র্যান্ড না তবে আপনি যদি truecaller এ আপনার এসএমএস দেয়ার নম্বরটি সেভ করে নিন তাহলে ৮০% লোকের কাছে নাম বা ব্র্যান্ড শো করবে।
আপনারা কতদিন সার্ভিস দিবেন?
ফ্রি সার্ভিস ৬ মাস।
আপনারা কি সফটওয়্যারটা অফিসে এসে ইন্সটল করে দিয়ে যাবেন?
আমরা AnyDesk সফটওয়্যার এর মাধ্যমে সফটওয়্যারটি ইনস্টল করে বিস্তারিত দেখিয়ে দিবো।
আমি কি একের অধিক কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল করাতে পারবো?
না, আপনি এই সফটওয়্যার টি একের অধিক কম্পিউটারে ইনস্টল করাতে পারবেন না, লাইসেন্সটি কেবল একটি কম্পিউটারের জন্য। একটি কম্পিউটারে ইনস্টল করার পর অন্য আরো যেসব কম্পিউটারে ইনস্টল করাতে চান সেক্ষেত্রে প্রতি কম্পিউটারের জন্য আলাদা ৫ হাজার প্রদান করতে হবে। নুতন ইনস্টল করা কম্পিউটার গুলো প্রথম কম্পিউটারের মত সমস্ত সার্ভিস গুলো পাবে।
এসএমএস গুলো কত ওয়ার্ডে দেয়া যাবে?
প্রতিটি এসএমএস সর্বোচ্চ ১৬০ অক্ষরে হবে।
এরিয়া ভিত্তিক নম্বরে এসএমএস পাঠাতে পারবো কি?
আপনার কাছে যদি এরিয়া ভিত্তিক নম্বর থাকে তাহলে আপনি এরিয়া বা zone wise sms পাঠাতে পারবেন।
API/Gateway আছে কি?
না, API/Gateway নেই। আপনার ওয়েবসাইটেও API হিসেবে এটা ব্যবহার করা যাবে না কেবলমাত্র অফলাইন ম্যাস মার্কেটিং এর জন্য এই সফটওয়্যার।
ডাটাবেস কি আপনারা দিবেন?
না, ডাটাবেজ আমরা দিব না। আমাদের ডাটাবেস ব্যবহার করে যদি sms পাঠাতে চান তাহলে প্রতি sms এ আপনার খরচ পরবে 0.৩৫ পয়সা (Non Masking)